| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুমতি পেলেন না আসামিপক্ষের পাঁচ আইনজীবী। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন-ইতোমধ্যে ফাঁসির সব প্রস্তুতি নেয়া হয়েছে, তাই আর কারো সঙ্গে দেখা করতে পারবেন না কাদের মোল্লা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কাদের মোল্লার পাঁচ আইনজীবী কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন।কারা কর্তৃপক্ষ আবেদন নাকচ করে তা ফেরত পাঠিয়েছেন।
কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতপ্রার্থী পাঁচ আইনজীবী হলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, শিশির মো. মনির, মতিউর রহমান আকন্দ, নাজিব মোমেন।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “কারা কর্তৃপক্ষ আমাদের আবেদন নাকচ করে দিয়েছেন। বলেছেন আজ দেখা করা যাবে না।”
“আমরা শুক্রবার সকালে কাদের মোল্লার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করলে কারা কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে ফাঁসির প্রস্তুতি নেয়া হয়েছে। তাই আর দেখা করার অনুমতি নেই।”- জানান তাজুল ইসলাম।
এর আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করেছেন স্বজনরা। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। কারাগারের ভেতর থেকে বের হয়ে আসেন সোয়া সাতটার দিকে।
কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল বাবার বরাত দিয়ে গণমাধ্যমে বলেছেন, “বাবা বলেছেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মার্সি পিটিশনের জন্য সাতদিন সময় আছে।”
হাসান জামিল আরো বলেন, “সাতদিনের মধ্যে বাবা তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান। মার্সি পিটিশন করবেন কি না এ ব্যাপারে বাবা তার সিদ্ধান্ত আইনজীবীদের জানাবেন।”
কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান, বড় ছেলে হাসান জামিল, ছোট ছেলে হাসান মওদুদসহ পরিবারের মোট ১০ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে যান।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে তারা কারাগারে পৌঁছান।
কাদের মোল্লার ইচ্ছার কথা জানতে পেরেই আইনজীবীরা তার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
Posted ১৬:৩২ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin