| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২০ নভেম্বর: মানবতাবিরোধী অপরাধের মামলার একটি রায়ের অংশবিশেষ ফাঁস করার ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। তিনি দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিজ অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন গত ১ অক্টোবর।
রায়ের পর সাকার পরিবার দাবি করেন, “রায় `ফাঁস` হয়েছে। এ রায় আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে, যা তারা আগেই ইন্টারনেটে পেয়েছেন।”
এরপর ৪ অক্টোবর সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের অফিসে তল্লাশি চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার অফিস থেকে কম্পিউটারের দুটি সিপিইউ, প্রিন্টার, কয়েকটি সিডি ও বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়।
Posted ১৩:৫৫ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin