| সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, জাতীয় প্রেস ক্লাবে ও আদালত পাড়ায় কিছু অসাংবাদিক ও অ-অ্যাডভোকেট অবস্থান নেয়ায় সেখানে পুলিশের বাধা যৌক্তিক ছিল। তবে কেন কিভাবে বহিরাগত সন্ত্রাসীরা প্রেসক্লাব ও আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে প্রবেশ করতে পারলো সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সোমবার সকাল সাড়ে ১১টায় মিন্টো রোডে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
থার্টি ফাস্ট নাইট উদযাপনে রাজধানীর আইন শৃঙ্খলা ব্যবস্থা কি রকম হতে পারে সে সম্পর্কে তথ্যদানের জন্য ডিএমপি কর্তৃক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ থার্টি ফাস্ট রাতে মদ খেয়ে,ওভার ড্রিঙ্ক কিংবা স্মকিং করে গাড়ি না চালাতে অনুরোধ জানান।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন রেখে বলেন,রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যানজট নিরসণে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু গতকাল দুপুর থেকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তায় কয়েকটি বালুভর্তি ট্রাক পড়ে থাকলেও তা কেন সরানো হচ্ছে না জানতে চাইতে তিনি বলেন,নো কমেন্টস।
বিরোধী দলের সমাবেশের অনুমতি না মিললেও রাজধানীতে সরকার দলীয় সংগঠন ও এর অঙ্গসংগঠনগুলো কিভাবে স্বশস্ত্র অবস্থান নিয়ে মিছিল মিটিং সমাবেশ করতে পারছে যা ইতোমধ্যে মিডিয়ায় সংবাদ হয়েছে এ বিষয়ে জানতে চাইতে তিনি বলেন,আমার জানা মতে তারা পতাকা মিছিল করেছে। লাঠিসোঠা আপনারা কোথায় পেলেন পাল্টা জানতে চান তিনি।
এসময় সাংবাদিকরা জানতে চান হকিস্টিক, ক্রিটেক স্ট্যাম্প, লাঠি ও লোহার রডের মাথায় পতাকা লাগিয়ে মিছিল করলে কি তা পতাকা মিছিল হয়ে যায়? এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন নো কমেন্টস।
Posted ১৪:৫২ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin