| শুক্রবার, ২৯ এপ্রিল ২০১১ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি :: লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় । বিয়েতে বর প্রিন্স উইলিয়াম পরছেন আইরিশ কর্নেলের লাল রঙের পোশাক এবং কনে মিডলটনের সাদা পোশাক । ইংলিশ সংগীতের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্টিকতা শুরু । এরপর প্রিন্স উইলিয়াম কনে মিডলটনের হাতের আঙ্গুলে রিং পরিয়ে দিলেন ।নানা নিয়ম পালনের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্টানিকতা চলে ।আনুষ্টানিকতা শেষে ক্যান্টারবেরির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণার মধ্যে দিয়ে বহু প্রতিক্ষীত রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিবাহ সম্পূন্ন হয়ার পর উইলিয়াম ও কেট মিডলটন ঘোড়ার গাড়ী করে রাস্তায় বেরিয়ে পড়ে । ওয়েস্টমিনস্টার অ্যাবির বাইরে দাড়িয়ে থাকা হাজার হাজার অথিতি তাদেরকে হাতনেড়ে স্বাগত জানায়। এই বিয়ে ছিল আমার জীবনে দেখা পৃথিবীর সেরা বিয়ে, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর সন্তানদের বিয়ে হয়েছে কিন্তু তারা কোন দিন অনুষ্ঠান তো দূরে থাক জনগনকে জানায়নি যে তাদের সন্তানদেরে বিয়ে হচ্ছে। আর এখানে দেশের সব জনগনকে সংবাদ মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যাহাতে সবাই সেই দিন আনন্দ উপভোগ করে। এই দিনের জন্য দেশটিতে সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। |
Posted ১২:৪৮ | শুক্রবার, ২৯ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin