বার্মিংহাম : গত ১৫ই জুলাই বার্মিংহামের ইংলিশ অধ্যাশিত লেংলী এলাকায় অবস্থিত বাঙ্গালীদের দ্বারা পরিচালিত লিটল বাংলা প্রতিষ্টানটি এলাকার সবচেয়ে বেশী ভাল ফলাফলের জন্য লেংলী প্রাইমারী স্কুল , কজওয়ে গ্রীন প্রাইমারী স্কুল ও মোর্ট ফার্ম প্রাইমারী স্কুলের মোট ৫৬ জন মেধাবী ছাত্র–ছাত্রীদের মাঝে তাদের ভাল রেজাল্ট, বিহেভিয়ার ও উপস্থিতির জন্য ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ৩টি বিভাগে পুরস্কার প্রদান করে।
লিটল বাংলার চেয়ারম্যান শেখ জাকারিয়ার সভাপতিত্বে ও পুল ইউভারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ড ওয়েলের মেয়র লিন্ডা হরটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার রোজার হরটন।
সেন্ড ওয়েলের মেয়র লিন্ডা হরটন পুরস্কার বিতরনপূর্ব এক বক্তব্যে এ ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, আজকের এই পুরস্কার প্রাপ্তিতে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে আরো বেশী মনযোগী হওয়াসহ তাদের সমাজ ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related