| রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচনের যে প্রহসনের আয়োজন করেছিল, দেশের জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ না করে সরকারকে ধিক্কার জানিয়েছে।
জনগণ এ নির্বাচন সর্বাত্মকভাবে বর্জন করেছে। শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষ এ প্রহসনমূলক নির্বাচন প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে সরকারের এ নির্বাচনের নাটকের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ হাস্যকর, অর্থহীন ও গণপ্রত্যাখ্যাত নির্বাচনের মাধ্যমে সরকার আরও গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ কর্তৃক প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করায় দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি এ প্রহসনের নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার ৫ জানুয়ারি নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে যে প্রহসন করছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট শক্তি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের হাতে গণতন্ত্র, সংবিধান, দেশ কোনো কিছুই নিরাপদ নয়। তারা একে একে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।
সর্বশেষে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করেছে তারা। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম, নিপীড়ন চালিয়ে জনগণের অধিকারকে কখনও নিশ্চিত করা যায় না। যারা রাষ্ট্রশক্তির জোরে ধরাকে সরা জ্ঞান করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগকেও সেই দুঃখজনক পরিণতি বরণ করতে হবে। দেশের জনগণ নির্বাচন বর্জন করে এ সরকারের পরাজয় নিশ্চিত করেছে।
তিনি কালবিলম্ব না করে এই মুহূর্তে জনপ্রত্যাখ্যাত ও ঘৃণ্য নির্বাচন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নইলে জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলে সব দাবি আদায় করবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
Posted ১৭:৫৭ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin