সব ধরনের নির্যাতন সহ্য করে ৫ জানুয়ারি ‘প্রহসনের নির্বাচনে’ ভোট দেয়া থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের সব রীতিনীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে জনবিছিন্ন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়ার জনসমর্থনে আতঙ্কিত। জনসম্মুখে দেশনেত্রীর উপস্থিতি সরকারের বিরুদ্ধে আরো বেগবান হবে- এই ভয়ে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ আজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যার ফলে, সরকার আজ তার আজ্ঞাবহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু জনগণ নির্যাতন খুন, গুম, উপো করে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা নিরীহ জনগণের উপর নির্যাতন, মামলা-হামলা বন্ধ করুন।
তিনি আরো বলেন, দেশবাসীর প্রতি আহ্বান, দশনেত্রীর আহবানে সব ধরনের নির্যাতন সহ্য করে প্রহসনের নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকুন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলছি- আপনারা জনগনের অর্থ দ্বারা লালিত-পালিত। তাই সাময়িক ভয়-ভীতি ও লোভের কারণে প্রকৃত ভোট প্রদানের সংখ্যা সঠিকভাবে জনগণকে জানতে দিন। সরকারের নির্দেশে এর ব্যত্যয় ঘটলে একদিন জনগণের কাছে এর জবাব দিতে হবে। আমরা অবিলম্বে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক অবস্থা থেকে মুক্ত করার দাবি জানাচ্ছি। নতুবা তাকে মুক্ত করার জন্য যে জন সমুদ্রের ঢল নামবে, তা বর্তমান ফ্যাসিবাদি সরকারের পতন আরও তরান্বিত করবে।