| শনিবার, ১৬ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার শ্রীলংকায় যান।
প্রধানমন্ত্রী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে মাহিন্দ রাজাপাকসে সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে শুরু হয় তিন দিনব্যাপী কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম্বোতে সিএইচওজিএমের উদ্বোধনী অনুষ্ঠান ও ফটোসেশনে যোগ দেন এবং সম্মেলনের এক্সিকিউটিভ সেশনে ভাষণ দেন।
পাশাপাশি শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং প্রেসসচিব আবুল কালাম আজাদ।
Posted ০৩:০৯ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin