| মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১১ মার্চ : দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার আদেশ দেয়া হবে। মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ঠিক করেন।
শুনানির সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তারা আদালতের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আদালতের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এডভোকেট এম আসাদুল্লাহ, আহসানুল করীম, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।
প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক। তাকে সহায়তা করেন এডভোকেট মঞ্জুর আহমেদ।
এর আগে সোমবার আদালত অবমাননার মামলায় প্রথম আলোর সম্পাদককে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সশরীরে উপস্থিত হয়ে রুলের জবাব এফিডেভিট আকারে দাখিল করতে বলেন আদালত।
উল্ল্যেখ, ৩ মার্চ প্রথম আলোর সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার এম এ রশিদ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আবু তাহের মামলাটি আমলে নেন।
Posted ১২:৪৩ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin