| সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট
১০ মার্চঃ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদলতের বিচারক মোহাম্মদ আবু তাহের মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন দেন।
মামলার বিবাদীরা হলেন- প্রথম আলো সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মতিউর রহমান, বার্তা সম্পাদক এবং কুমিল্লার নিজস্ব প্রতিবেদক। তাদের আইনজীবীর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত ৩ মার্চ মামলাটি করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ। প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশের কারণে মানহানি হয়েছে বলে দু’শ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন বাদী।
Posted ১৪:০০ | সোমবার, ১০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin