| বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সাংবিধানিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে পাকিস্তান। প্রথম মহিলা বিচারপতি আশরাফ জাহান দেশটির জাতীয় শরিয়ত আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছেন।
সিন্ধ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন। মঙ্গলবার করাচিতে তাঁকে শপথ পড়ান পাক শরিয়ত আদালতের প্রধান বিচারপতি আগা রফিক আহমেদ।
পাক রাষ্ট্রপতি জিয়া-উল-হক ১৯৮০ সালে পাক শরিয়ত আদালত স্থাপন করেন। প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথম মহিলা বিচারপতি পেল এই আদালত। মধ্য পঞ্চাশের আশরাফকে শপথবাক্য পাঠ করানোর পর তাই উচ্ছ্বসিত ছিলেন আগা রফিক। তিনি বলেন, একটি ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি গর্বিত। একজন যোগ্য মহিলা বিচারপতিকে পেল শরিয়ত আদালত।
যোগ্যতার প্রশ্নে নারী-পুরুষ বিভেদের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে আগা বলেন, ‘শরিয়ত আদালতের বিচারপতি হিসেবে কোনও মহিলা নির্বাচিত হতে পারবেন না, এমন কথা কোথাও বলা নেই। নারী-পুরুষের বিভেদের কোনও ঠাঁই নেই এখানে।
আগা রফিক আহমেদ আরো বলেন, আমি নিজে আশরফকে এই পদে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলাম। আমি চেয়েছি, দুনিয়া জানুক আমরা আজ কতটা আলোকিত। পাকিস্তান সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। এই সিদ্ধান্ত সে সব দূর করবে।
সাংবিধানিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে পাকিস্তান। প্রথম মহিলা বিচারপতি আশরাফ জাহান দেশটির জাতীয় শরিয়ত আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছেন।
সিন্ধ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন। মঙ্গলবার করাচিতে তাঁকে শপথ পড়ান পাক শরিয়ত আদালতের প্রধান বিচারপতি আগা রফিক আহমেদ।
পাক রাষ্ট্রপতি জিয়া-উল-হক ১৯৮০ সালে পাক শরিয়ত আদালত স্থাপন করেন। প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথম মহিলা বিচারপতি পেল এই আদালত। মধ্য পঞ্চাশের আশরাফকে শপথবাক্য পাঠ করানোর পর তাই উচ্ছ্বসিত ছিলেন আগা রফিক। তিনি বলেন, একটি ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি গর্বিত। একজন যোগ্য মহিলা বিচারপতিকে পেল শরিয়ত আদালত।
যোগ্যতার প্রশ্নে নারী-পুরুষ বিভেদের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে আগা বলেন, ‘শরিয়ত আদালতের বিচারপতি হিসেবে কোনও মহিলা নির্বাচিত হতে পারবেন না, এমন কথা কোথাও বলা নেই। নারী-পুরুষের বিভেদের কোনও ঠাঁই নেই এখানে।
আগা রফিক আহমেদ আরো বলেন, আমি নিজে আশরফকে এই পদে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলাম। আমি চেয়েছি, দুনিয়া জানুক আমরা আজ কতটা আলোকিত। পাকিস্তান সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। এই সিদ্ধান্ত সে সব দূর করবে।
– See more at: http://news.iportbd.com/international/2014-01-01-18-37-56-5-27867#sthash.Ogi992Xr.dpuf
Posted ১৮:৪০ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin