বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ দলের কেন্দ্রীয় নেতারা।
জানা যায়, বিরোধী দলীয় নেতা সোমবার সফরসঙ্গীদের নিয়ে মক্কার কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করেন। সেহেরি শেষে মঙ্গলবার ভোরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা তার সঙ্গে ছিলেন।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বিরোধীদলীয় নেতা গত ২৭ জুলাই সৌদি আরব যান। ৩১ জুলাই তিনি ওমরাহ পালন করেন।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related