| বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ৩৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করবেন।
ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- বিচারিক ম্যাজিস্ট্রেটরা মামলা আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করে নির্বাচন কমিশনকে অবহিত করবেন। এক্ষেত্রে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দু’দিন দায়িত্বে নিয়োজিত থাকবেন। অর্থাৎ ভোটের মাঠে তারা দায়িত্ব পালন করবেন আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত।
Posted ১৪:২৩ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain