| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নীলফামারী, ১৮ জানুয়ারি : জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মামলার ১নং আসামি ছিলেন।
শনিবার ভোরে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম রব্বানীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি লক্ষ্মীচাপ ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংসদ সদস্য আসাদুজ্জামানের গাড়িবহরে হামলা এবং পরে এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে আওয়ামী লীগের ৪ জনসহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাম রব্বানীকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিহত গোলাম রব্বানীর পরিবারের দাবি, ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং গত কয়েকদিন আগে গোলাম রব্বানীকে যৌথবাহিনী পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও যুবদল নেতা বলেন, গোলাম রব্বানী পুলিশ হেফাজতে ছিলেন বলে তারা শুনেছেন। এ ব্যাপারে পুলিশ কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
Posted ০৭:১৮ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin