| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর সময় সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে রাত ৮ টায় এ তথ্য জানানো হয়।
সাজা প্রাপ্তরা হলেন খালিদ, মিজানুর রহমান ও আলমগীর হোসেন। আটকদের বিষয়ে বিস্তারিত পরিচয় ও বয়স পাওয়া যায়নি।
ডিএমপির (মিডিয়া) উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, দুপুর ২টায় কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীর তাদের কার্যক্রম চালানো সময় পুলিশ ৩ জনকে আটক করে।
তিনি আরো জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে খালিদ ও মিজানুরকে ১ বছর ও আলমগীরকে ৬ মাসের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।
Posted ০০:২৯ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin