শুক্রবার ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিলামে রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়ের কেক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

নিলামে রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়ের কেক

৭৭ বছর পর নিলামে উঠেছে রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ের কেক। জানা গেছে, কেকের একটি অংশ যা কিনা রাজকীয় পরিণয়ের ৭৭ বছর পর নিলামে উঠেছে। আর দাম পেয়েছে ২ হাজার ৮০০ ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।

 

নিলামের আয়োজক রিম্যান ড্যান্সি জানিয়েছে, ১৯৪৭ সালের ২০ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানে অতিথিদের কেক পরিবেশন করা হয়েছিল। এর একটি টুকরো ছোট বক্সে এতদিন ‘বেঁচে ছিল’। যার ওপর রয়েছে স্বয়ং রানী দ্বিতীয় এলিজাবেথের রুপার সিলমোহরের ছাপ।

 

কেকটি বাকিংহাম প্যালেস থেকে মেরিয়ন পলসন নামের এক নারীকে স্কটল্যান্ডের এডিনবরায় উপহার হিসেবে পাঠানো হয়েছিল। কেকের বক্সে দ্বিতীয় এলিজাবেথের একটি চিঠিও ছিল, যেখানে তিনি ‘বিয়েতে আকর্ষণীয় উপহার’ পাঠানোর জন্য পলসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। টাইপরাইটারে লেখা ওই চিঠিতে এলিজাবেথ বলেছেন, ‘আমরা দুজনই ডেজার্ট সেট দেখে মুগ্ধ। বিভিন্ন ধরনের ফুল ও সুন্দর সুন্দর রঙ—আমি নিশ্চিত এটা সবার পছন্দ হবে। এটা এমন একটা উপহার, যেটা আমরা সবসময় ব্যবহার করতে পারব।

 

প্রতিবার ব্যবহারের সময়ই মনে হবে, এগুলো আমাদের জন্য শুভকামনা ও দয়ার প্রতীক।’ এলিজাবেথ ও ফিলিপের বিয়ের কেকটির উচ্চতা ছিল নয় ফুট, ওজন ৫০০ পাউন্ড। কেকটি কয়েক হাজার ফালি করা হয়। এর মধ্যে দুই হাজার ফালি অতিথিদের পরিবেশন করা হয়। বাকিগুলো পাঠানো হয় দাতব্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে সংরক্ষিত কিছু টুকরা নিলামে বিক্রি হয়েছে।

 

২০১৩ সালে এক ফালি কেক ২ হাজার ৩০০ ডলারে বিক্রি করে নিলাম সংস্থা ক্রিস্টি’স। এছাড়া ২০২১ প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের একটি ফালি বিক্রি হয় ২ হাজার ৫৬৫ ডলারে।

সোর্স: সিএনএন

Facebook Comments Box
advertisement

Posted ০৪:৫২ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com