| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: ফের সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমাবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উপস্থিত জনতার উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা কি এই নির্বাচন মেনে নিয়েছেন, এটা কি নির্বাচন হয়েছে, আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন? তখন উপস্থিত জনতা না না বলে উত্তর দেয়।’ এর পর ফখরুল বলেন, ‘আমরা এই নির্বাচন মানি না, মানি না, মানি না। আমাদের সংগ্রাম চলছে, চলবে । নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘গুলি করে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আর যদি একটা লাশও পড়ে, একজনকেও হত্যা করা হয় তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার সহিয়সতার কথা বলে অথচ তারাই সহিংসতা সরকার শুরু করেছে। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমরা ভোটের অধিকার ফেরৎ চাই।’
Posted ১৪:৫২ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin