| মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন এরশাদ। সাবেক এই প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘সব দল নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।’
গত সোমবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেব। আর তুলে নিয়েই আমি প্রমাণ করবো আমি প্রতিশ্রুতি রক্ষা করেছি।’ এরশাদ বলেন, ‘আমি পূর্বেই বলেছিলাম সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আমি নির্বাচনে যাবো না। এখন পরিবেশ নেই বলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
তিনি বলেন, ‘অনেকে বলেন আমি সকালে এক কথা বলি, বিকেলে এক কথা বলি। কিন্তু কেন বলি, আপনাদের সেটা বুঝতে হবে। আমাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।’ মন্ত্রিসভায় জাপার নেতাদের অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি আশা করছি তারা মন্ত্রিসভা থেকে চলে আসবেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে জাতীয় পার্টির সাতজন মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এ সরকার গঠন করা হয়েছে।
গত ১৮ নভেম্বর নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি নির্বাচনে যাচ্ছি ক্ষমতায় আসার জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। নির্বাচনে না গেলে মানুষ রাজনীতিকদের ধিক্কার জানাবে।’ তথন একই সঙ্গে মহাজোট ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি এ মুহূর্ত থেকে মহাজোট থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’ সেদিন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, ‘দেশে নির্বাচন অনুষ্ঠান ছাড়া এ মুহূর্তে আর কোনো উপায় নেই। একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। অচল হতে দেয়া যায় না। দেশে প্রতিদিন মানুষ মরছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। গাড়ি জ্বলছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিকদের ঘৃণা করবে।’
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে ১৮ নভেম্বর জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার মন্ত্রী হিসেবে, আর মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া, শপথের দিনই মন্ত্রী পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আর পূর্বে থেকে মন্ত্রিসভায় আগে থেকে আছেন জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।
Posted ১১:৫৯ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin