| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছেন জেলা প্রশাসকরা। নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন ৩০ জেলা প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে ও পরে যেন তারা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন এ জন্য সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন তারা। নিরাপত্তাহীনতা আশঙ্কায় তারা নিজেদের পরিবার রাজধানী ঢাকায় পাঠিয়ে দিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন ডিসিরা।
এ পর্যন্ত ৩০ জন ডিসি চিঠি দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সূত্র নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা স্বাধীনদেশকে জানান, ‘‘এ বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।তবে যেসব ডিসিরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়।’’
নিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বুধবার ও আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩০টি জেলার ডিসিরা ফোন ও চিঠি দেন। এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, বগুড়া, চট্রগ্রাম, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঠাকুরগাঁও,মানিকগঞ্জ, লক্ষীপুর, লালমনিরহাট, বরগুনা, পটুয়াখালী, গাজীপুর ,কিশোরগঞ্জ, নোয়াখালি, ময়মনসিংহ, কক্সবাজার ও ঢাকা।
জেলা প্রশাসকরা চিঠিতে জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাদের করণীয় কী। তারা জানিয়েছেন, থানাগুলোর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশের প্রয়োজন। নির্বাচনের আগে জেলা প্রশাসকদের পক্ষ থেকে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী নামনোর দাবি জানানো হয়েছে।
চিঠিতে ডিসিরা জানিয়েছেন, ইতোমধ্যে তারা তাদের পরিবার-পরিজনকে রাজধানী ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।
বেশ কয়েকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা্ও দিয়েছেন দিয়েছে নিজ নিজ জেলা প্রশাসকদের। তারা চিাঠতে উল্লেখ করেছেন, নির্বাচনের আগে ও পরে পরিস্থিত খারাপ হতে পারে। এসব উপজেলার মধ্যে রয়েছে সাভার, নবাগগঞ্জ ও দোহার, নাটোর জেলার বনপাড়া, বগুড়ার শেরপুর ও শাহাজানাপুর।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের উপসচিব মো: আব্দুল হাই জেলা প্রশাসকদের এ ধরনের চিঠি পাওয়া স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব স্বাধীনদেশকে জানান, চলমান রাজনৈতিক সহিংসতায় বিজিবি সদস্যর প্রাণহানির ঘটনায় সারাদেশে মাঠপ্রশাসনের কর্মকতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ তারা শান্তিতে অফিস এবং চলাফেরা করতে পারছেন না।
মানিজগঞ্জ জেলা জেলা প্রশাসক মাসুদ করিম স্বাধীনদেশকে জানান, “বিরোধী দলের অবরোধের চিত্র পাঠানো হয়েছে।” এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
বগুড়া জেলার ডিসি শরিফুল রেজা বিশ্বাস স্বাধীনদেশকে জানান, “দেশের চলমান রাজনৈতিক অবস্থার চিত্র পাঠানো হয়েছে।” জয়পুরহাট জেলার ডিসি মোহাম্মদ ইয়াসিনও একই কথা বলেন।
Posted ২২:২৩ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin