| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রতি জুতা ও ইটপাটকেল ছুড়ে তার ওপর হামলা করেছেন উত্তেজিত মুসল্লিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৬টি ফাঁকা গুলি ছুড়ে তাকে নিরাপদ আশ্রয় নিয়ে যায়। এ সময় চারপাশ থেকে মুসল্লিরা ধাওয়া দিয়ে তাদের দিকে ছুটে যান।
বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার উজানীতে এক বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর হয়। এ সময় আহত হয় ২০ জন। পরে নিরাপদ আশ্রয় থেকে মহীউদ্দীন খান আলমগীরকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার আছর নামাজের পর কচুয়া উপজেলার উজানীর দুই দিনের বার্ষিক মাহফিলের প্রথম দিন ছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সেখানে প্রধান অতিথির দাওয়াতে গেলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরও তিনি মাহফিলের মঞ্চে উঠলে উত্তেজিত মুসল্লিরা তার দিকে জুতা ও ইটপাটকেল ছুড়তে থাকেন।
অবস্থা আরো খারাপের দিকে গেলে মাহফিলের আয়োজকরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেয়। একপর্যায়ে উত্তেজিত মুসল্লিরা ছুটে গিয়ে তার গাড়িসহ বহরের আরো একটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ ১৬টি ফাঁকা গুলি ছুড়ে মহীউদ্দীন খান আলমগীরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর তাকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উজানী অভিমুখী ওয়াজ মাহফিলের যানবাহনসহ কচুয়া-রহিমানগর ও অন্যান্য সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ ছাড়া কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগের গাড়িও ভাঙচুর করা হয়।
Posted ১৬:০৮ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin