| সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১০ মার্চঃ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে শুরু হওয়া যুক্তিতর্ক মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যর ট্রাইব্যুনাল-১ এ মামলাটির যুক্তিতর্ক আবার শুরু হয়। সোমবার এ মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। প্রথমদিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
এ উপলক্ষে সোমবার নিজামীকে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
এর আগে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৩ নভেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওইদিন সকালে আসামিপক্ষের আইনজীবী আসাদ উদ্দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করলে তা নাকচ করে রায়ের তারিখ অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল নিজামীর পক্ষে নতুন করে যুক্তি উপস্থাপনের সুযোগ দেন।
এরপর গত বছরের ২০ নভেম্বর ফের উভয়পক্ষের আইনজীবীদের সমাপনী বক্তব্য শেষে রায়টি অপেক্ষমাণ রাখার আদেশ দেন।
ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হলে পুনরায় যুক্তিতর্ক শোনার জন্য দিন ধার্য করা হয়।
Posted ১১:২৬ | সোমবার, ১০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin