নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সর্বাবস্থায় নামাজ আদায় প্রতিটি মুমিনের ওপর অত্যাবশক। কেউ অসুস্থ হয়ে গেলেও নামাজ আদায় করতে হবে। তবে নামাজ আদায়ের ধরণে তখন ভিন্নতা আসে।
নামাজ আদায়ে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। না হয়, হয়তো নামাজ নষ্ট হয়ে যায় কিংবা নামাজে কোনো ত্রুটি ও অসম্পূর্ণতা প্রকাশ পায়।
উপরে উল্লেখিত একটি প্রশ্ন হলো- কিছু ওড়না আছে এতটা পাতলা, যা দ্বারা মাথা ঢাকার পরও মাথার চুল স্পষ্টভাবে দেখা যায়। কোনো নারী যদি এ ধরনের ওড়না পরে নামাজ পড়ে তাহলে কি তার নামাজে কোনো সমস্যা হবে?
উত্তর হলো- পাতলা ওড়না, যা পরার পরও মাথার চুল দেখা যায়- তা মাথায় দিয়ে নামাজ পড়লে নামাজ সহিহ হবে না। তাই ওড়না এমন মোটা হওয়া আবশ্যক, যা মাথায় দিলে চুল দেখা যায় না।
তথ্য সূত্র : আল-মাবসুত, সারাখসি : ১/৩৪; বাদায়েউস সানায়ি : ১/৫১৪; খুলাসাতুল ফাতাওয়া : ১/৭৩; তাবয়িনুল হাকায়েক : ১/২৫২; আল-বাহরুর রায়েক : ১/২৬৮; রাদ্দুল মুহতার : ১/৪১০
Posted ০৬:০২ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain