শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নাইটদের এবার ফাইনালে দেখতে চান আকরাম

  |   সোমবার, ২৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

akram

আবুধাবি : আইপিএল সেভেনে নাইটদের ভবিষ্যদ্বাণী করে ফেললেন ওয়াসিম আকরাম ! প্রথম চার মাচে দু’টিতে জয় পাওয়া কেকেআর-কে ফাইনালে দেখতে চান নাইটদের বোলিং কোচ ৷ মঙ্গলবার আবুধাবিতে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইটরাইডার্স ৷ প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ৷

আকরাম বলেন, ‘আমরা দল হিসেবে খেলি ৷ তবে এটা ঠিক ইউসুফ পাঠান,শাকিব-আল-হাসান, রবিন উথাপ্পার মতো ম্যাচ-উইনাররা পার্থক্য গড়ে দেয় ৷ এরা প্রত্যেকেই টিম কেকেআর-এর সম্পদ ৷ আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ৷ আমরা দু’টি ম্যাচ হেরেছি ৷ অনেক বড় টুর্নামেন্ট ৷’

২০১২-র চ্যাম্পিয়নরা আইপিএল সেভেনে শেষ চারে যেতে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে আকরাম জানান, ‘আমি তো চাই কেকেআর ফাইনাল খেলুক ৷ আমরা ফাইনাল খেলার ক্ষমতা রাখি ৷ বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ধারাবাহিকতা ধরে রেখেছি ৷ সুতরাং আমাদের সুযোগ রয়েছে ৷’ বোলিং ও ফিল্ডিং-এ নাইটরা ধারাবাহিক হলেও ব্যাটিংয়ের ভরাডুবি চলছে ৷ প্রথম চার ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ কেকেআর ৷ রান-সংকটে ভুগছেন অধিনায়ক গৌতম গম্ভীর ৷ চার ম্যাচে তাঁর ঝুলিতে সংগ্রহ এক রান ৷ প্রথম তিন ম্যাচে শূন্য রানের হ্যাটট্রিক করেন নাইট অধিনায়ক ৷ আকরাম যাঁকে ম্যাচ-উইনার বলছেন সেই ইউসুফ পাঠান চার ম্যাচে করেছেন মাত্র ১৭ রান ৷ মণীশ পাণ্ডে, রবিন উথাপ্পা, জ্যাক কালিসরা রান পেলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ৷

এ নিয়ে কেকেআর শিবিরে রয়েছেন আকরাম ৷ ২০১২ চ্যাম্পিয়ন হওয়ার বছরেও নাইটদের বোলিং পরামর্শদাতা ছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার ৷ ব্যাটিং নিয়ে সমস্যা থাকলেও দলের বোলিং আকরামণ নিয়ে খুশি আকরাম ৷ তিনি বলেন, মর্নি মর্কেল, প্যাট কামিন্সদের সঙ্গে বিনয় কুমার, উমেশ যাদবরা রয়েছে ৷ উমেশের গতি রয়েছে ৷ আমি ভেবে পাই না, ও কেন ভারতীয় দলে সুযোগ পায় না ৷’ – ওয়েবসাইট।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:০০ | সোমবার, ২৮ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com