| বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
নবম ওয়েজবোর্ড গঠনের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বিএফইউজে’র একাংশের সভাপতি শাবান মাহমুদ বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ওয়েজ বোর্ড গঠন না করা হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। এ দাবিতে আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে আর যাবনা। এ ব্যাপারে আমরা তাদের সঙ্গে আর আলোচনায় বসবো না।
তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওয়েজ বোর্ড গঠন না করলে পদত্যাগ করে কুষ্টিয়া যাওয়ার জন্য প্রস্তুত হোন।
নোয়াব সম্পর্কে শাবান মাহমুদ বলেন, আপনারা বলেছেন অষ্টম ওয়েজবোর্ডের ৫ বছর পূর্ণ হয়নি। আপনাদের এ যুক্তি খণ্ডন করে বলতে চাই, ৫ বছর নয়, ৬ বছর সময় পার হয়ে গেছে।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে ওয়েজ বোর্ড গঠন না করা হলে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সাংবাদিকদের সহযোগী সংগঠনের সঙ্গে বসে কর্মবিরতিসহ রাজপথ দখলের মত কঠোর আন্দোলনে নামবো।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র একাংশের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে মহসিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।
Posted ১০:৪৫ | বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain