| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নির্বাচনকালীন মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র স্বাধীনদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, তোফায়েল আহমেদ শিল্প ও ভূমি মন্ত্রণালয়, আমির হোসেন আমু গণপূর্ত, দুর্যোগ ও খাদ্য মন্ত্রণালয়, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান মন্ত্রণালয়, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পনিসম্পদ মন্ত্রনালয়, রওশন এরশাদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে সালমা ইসলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক চুন্নু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এ প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার আমাদেরকে জানান, তিনি বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে ব্যারিস্টার আনিসুল ইসলামও আমাদের জানান, তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন।
এ নতুন মন্ত্রীরা গত ১৮ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেন।
এছাড়া পুরোনোদের মধ্যে আবুল মাল আবদুল মুহিত অর্থ মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, এ কে খন্দকার পরিকল্পনা এবং ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন। এছাড়া আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র, শামসুল হক টুকু প্রতিমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, শাজাহান খান নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক রেল ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বাদ পড়াদের মধ্যে অন্যতম মহীউদ্দীন খান আলমগীর, দীপু মনি, আব্দুর রাজ্জাক, খন্দকার মোশাররফ হোসেন, আ ফ ম রুহুল হক, অ্যাডভোকেট সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, রমেশ চন্দ্র সেন, ফারুক খান প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। এর আগে নতুন উপদেষ্টা হিসেবে জিয়াউদ্দিন বাবলু দায়িত্ব পান।
এদিকে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ছোট পরিসরে মন্ত্রিসভার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘আজ সংসদ অধিবেশন শেষ হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, দপ্তর বণ্টনও হয়ে গেছে, কাল গেজেট হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রীরা নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। তারা শুধুমাত্র সরকারের রুটিন কাজ করবে।’
Posted ০০:১৯ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin