বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন পাক সেনাপ্রধান রাহেলের কাছে দায়িত্ব হস্তান্তর

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

51615_895555

ইসলামাবাদ, ২৯ নভেম্বর : পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। শুক্রবার সেনা অধিদপ্তরের নিকটবর্তী আর্মি হকি স্টেডিয়ামে আয়োজিত এক উৎসবে আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধানের হাতে কমান্ড ব্যাটন তুলে দেয়া হয়। খবর ডন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে এর আশেপাশে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। চারপাশে মোতায়েন করা হয় সেনা ও পুলিশ সদস্যদের। কেবল আমন্ত্রিতরা ছাড়া অন্য কারো ঐ এলাকায় প্রবেশ ছিলো নিষিদ্ধ। অনুষ্ঠানে সরকারের কয়েকজন প্রাদেশিক মন্ত্রী, বাহিনী প্রধান, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান আশফাক কায়ানি বলেন, পাকিস্তান সেনাবাহিনীকে নেতৃত্ব দেয়াটা রাহেল শরীফের জন্য সম্মানের বিষয়। তিনি বলেন, আমার মেয়াদকালে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসেবে সে চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী কাজ করেছে।
সেনাবাহিনী সততার সাথে তাদের দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, সেনাদের ত্যাগের মাধ্যমেই দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই একসময় শান্তি প্রতিষ্ঠা হবে। সেনাবাহিনী কখনোই জাতিকে হতাশ করেনি, তারা তাদের নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য গত বুধবার পাকিস্তানের সরকার আশফাক কায়ানির স্থলাভিষিক্ত হিসেবে রাহেল শরীফের নাম ঘোষণা করে। জেনারেল শরীফ ইতিমধ্যে পাকিস্তানের হেলাল-ই-ইমতিয়াজ পুরষ্কারে ভূষিত হয়েছেন। তার ছোট ভাই সাব্বির শরীফও নিশান-ই-হায়দার পুরষ্কারে ভূষিত।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১০ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com