| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: কাদের মোল্লার ফাঁসি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল (মঙ্গলবার) রাতে যে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়েছিল তার বিরুদ্ধে সারা দেশের সমস্ত মানুষ পথে নেমে জীবন দিয়ে প্রমাণ করেছে দেশ আর টুকু-টাকুর (শামসুল হক টুকু এবং কামরুল ইসলামের) নেতৃত্বে চলবে না।’
বুধবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের দক্ষিণ হল রুমে অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব সুপ্রিমকোর্টে বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন একথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একই সঙ্গে ব্যারিস্টার রাজ্জাকসহ তার সহকারী আইনজীবীরা কাদের মোল্লার ফাঁসি স্থগিত করে এটাও প্রমাণ করেছেন দেশের সর্বাবস্থায় আইনজীবীরাই পারে দেশকে স্বৈরশাসক হাসিনার হাত থেকে রক্ষা করতে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব তারানকো যখন দু’পক্ষের সমঝোতা নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে সরকার দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে কাদের মোল্লার নাটক শুরু করেছে।’
খালেদা জিয়া যেন কখনোই হাসিনা সরকারের সাথে আপোস করে তার অধীনে নির্বাচনে না যান সে বিষয়েও অনুরোধ জানান মাহবুব উদ্দিন খোকন।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আলম, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট নুরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাকী, অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন, অ্যাডভোকেট আঞ্জুমান আরা মুন্নি, অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।
Posted ১৩:৫৮ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin