![Swadhindesh -স্বাধীনদেশ](http://www.swadhindesh.com/wp-content/uploads/2022/11/main_logo.png)
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেছেন।
পরে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করেন।
দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। রোববার দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান জেলে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু। পরে জানা যায়, তিনি বিদেশে চলে গেছেন।
২০১৯ সালের জুন মাসে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বিএনপির এই নেতাকে।
Posted ১৬:৫১ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain