নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুন ২০২৪ | প্রিন্ট
দেড় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ জুন) বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় দেড় মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল বিকেল সাড়ে ৫টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
এরআগে গত ২৭ এপ্রিল চিকিৎসার জন্য আমেরিকা যান আমির খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন স্ত্রী তাহেরা আলম।
এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছেলে ইসরাফিল খসরু বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।
Posted ০৬:৫৬ | শুক্রবার, ২১ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain