নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল ‘১২.১২’ ক্যাম্পেইন। বছরের শেষ সময়টি প্রতিটি গ্রাহকের জন্য আরও আনন্দদায়ক করে তুলতে থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিল। ফলে, গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এই ক্যাম্পেইন।
ক্যাম্পেইনটি আগামী ১২ ডিসেম্বর শুরু হবে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনকে উপভোগ্য করতে দারাজ নিয়ে এসেছে এক্সক্লুসিভ ভাউচার। এছাড়াও, গ্রাহকরা ৮০ শতাংশ পর্যন্ত ছাড় সহ ফ্ল্যাশ সেল উপভোগ করতে পারবেন; সাথে রয়েছে ফ্রি ডেলিভারি সুবিধা।
গ্রাহকের পছন্দের সকল ক্যাটাগরির পণ্যের সমারোহ থাকছে এই ক্যাম্পেইনে। ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস, ফ্যাশন আইটেম, বাড়ির সাজসজ্জা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র (মুদি পণ্য), মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় আইটেম এবং বিউটি প্রোডাক্টস, সব কিছুতেই থাকছে নানা রকম অফার। এটি গ্রাহকদের জন্য আরও উন্নত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এই ক্যাম্পেইনকে সফল করতে দারাজের সাথে যুক্ত হয়েছে নামিদামি সব ব্র্যান্ড। প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে হায়ার, সনি, বেসাস, ওরাইমো, ফগ, স্কিন ক্যাফে, ডেটল, লোটো এবং বাটা। এছাড়া, এই আয়োজনের গোল্ড স্পনসর হিসেবে আছে ইয়েস, ওয়াও স্কিন সায়েন্স, কারকুমা, ক্যাথি ডল, সেনসোডাইন, পিএন্ডজি, নেসলে, ইউনিলিভার, অনার, এবং আনাম স্যানিটারি।
১২.১২ ক্যাম্পেইনে ডায়মন্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে টেকনো মোবাইল, ম্যারিকো এবং মিনিস্টার হিউম্যান কেয়ার। গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা সহজ করতে, এই ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, যেখানে সর্বনিম্ন ৪০০ টাকার পণ্য ক্রয়ে থাকছে ১২% ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা)। পেমেন্ট পার্টনারসমূহের মধ্যে আরো আছে নগদ, সিবিএল, ইবিএল, ইউসিবিএল, এসইবিএল, মাস্টারকার্ড, এমটিবি, প্রিমিয়ার ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক। ফলে, ক্রেতারা খুব সহজেই সুবিধাজনক পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
Posted ০৫:৪০ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain