| শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ৫ টাকা থেকে ৭ টাকা কমেছে। শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫ টাকা কমে ৫০ টাকা, টমেটো ৪০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, সিম ৩০ টাকা।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, আলু ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, মুলা ৩০ টাকা কেজি। ধনিয়াপাতা ১০ টাকা, কাচাকলা হালি ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৬০ থেকে ৫০ টাকা, এছাড়া কচুর ছড়া ৪০ টাকা, লেবু হালি ২৫ টাকা।
আগের সপ্তাহের মতো নতুন দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। এছাড়া পালন শাক ৫ থেকে ১৫ টাকা আটি, লাল ও সবুজ শাক ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লাউ শাক পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। সরিষা শাক ৫ থেকে ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪৫ টাকা, কক মুরগি ২২০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।
Posted ১৪:৪৬ | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain