রমকালে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মি অনেকের ত্বকে কালো রঙের ছোপ ছোপ দাগ ফেলে দেয়। ত্বকের এই কালো ছোপসহ দাগজনিত প্রায় সকল সমস্যা দূর করতে পারে গোলাপের শরবত।
যেভাবে বানাতে পারেন গোলাপের শরবত:
৮ থেকে ১০ গ্রাম গোলাপের পাঁপড়ি বেটে ১ গ্লাস জলের সঙ্গে মেশান। তারপর চিনি বা মধু মিশিয়ে শরবত বানিয়ে নিন। প্রতিদিন সকাল ও বিকালে পান করুন।
১মাস নিয়মিত এ শরবত পানে আপনার ত্বকের দাগজনিত সকল সমস্যা দূর হয়ে যাবে।
কৃত্রিমভাবে তৈরি যে কোন উপাদান ব্যবহারে অবশ্যই ত্বকের ডাক্তারের পরামর্শ নিন।
Like this:
Like Loading...
Related