| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
সহিংসতায় শুরু হয়েছে তৃতীয় দিনের অবরোধ। রাজধানীতে সকালে মিরপুরে একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। কমলাপুরে বিরোধীদল সমর্থকরা সড়ক অবরোধের চেষ্টা করে। তবে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। দেশের বিভিন্নস্থান থেকে রেললাইন উপড়ে ফেলার খবর পাওয়া যাচ্ছে। কুমিল্লার অশোকতলায় রেললাইন উপড়ে ফেলার কারণে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগুড়ার ছাতিয়ানতলায় রেললাইন কেটে নিয়েছে অবরোধ সমর্থকরা। পাবনার আত্রাই উপজেলায়ও রেললাইন উপড়ে ফেলা হয়েছে। চাঁদপুর শহরে রেললাইনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। রাজশাহী, কুষ্টিয়া এবং চট্টগ্রামে তৃতীয় দিনের অবরোধের শুরুতেই সহিংসতার ঘটনা ঘটেছে। দেশের অন্যান্য স্থানেও বিরোধীদল সমর্থকরা মহাসড়ক অবরোধ করেছেন। বগুড়ায় অবরোধকারীরা গভীর রাতে বগুড়ার সাবগ্রামের ছাতিয়ান তলায় ৭২ ফুট রেলের লাইন উপড়ে ফেলেছে অবরোধ কারীরা। এতে বন্ধ হয়ে গেছে বগুড়া লালমনিরহাট রেল চলাচল। আটকা পড়েছে কয়েকটি ট্রেন ও কয়েকশ যাত্রী। রেলওয়ে সূত্রে জানা গেছে ,গভীর রাতে অবরোধকারীরা বগুড়ার সাবগ্রামের ছাতিয়ান তলায় ৭২ ফুট রাইন উপড়ে ফেলায় বগুড়ার সাথে লালমনিরহাট ও সান্তাহারের ট্রেন চলালচ বন্ধ হয়ে যায়। এতে করে লালমনিরহাট এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কলেজ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
Posted ১৯:৪৩ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin