| সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
জাতীয়াতাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশাকে সভাপতি হিসেবে পছন্দ যুক্তরাজ্য যুবদলের প্রায় প্রতিটি শাখা কমিটির নেত্রীবৃন্দের। যুবদলের অধিকাংশ শাখা কমিটির নেত্রীবৃন্দের সাথে আলাপ কালে তারা জানিয়েছেন দলের দুর্দিনে যিনি যুক্তরাজ্যের এক প্রান্ত থেকে অপ্রান্তে যুবদলকে শক্তিশালী করতে রাত দিন পরিশ্রম করে যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করেছেন তাকে সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। তারা মনে করেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবদলের ত্যাগী নেতা আব্দুল বাছিত বাদশাকে সভাপতি করা হলে সমগ্র ব্রিটেনে যুবদল আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে। সরকার বিরোধী আন্দোলনে আব্দুল বাছিত বাদশার মত ত্যাগী নেতার প্রয়োজন রয়েছে। কারন তিনি যুবদলের পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির ডাকে প্রতিটি কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছেন। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির বর্তমান সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নেতৃত্বাধীন কমিটির সাথে নিভিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যুবদল নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশের ১৬কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ জিয়ার পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে আব্দুল বাছিত বাদশা। যুবদল নেতারা যুক্তরাজ্য বিএনপি নেতাবৃন্দসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যুবদলের তৃনমূল নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে তাদের আবেগ অনুভুতির প্রতি মূল্যায়ন করতে অনুরোধ জানান।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য শাখার মেয়াদ উর্ত্তিন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ইউকে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বলে সংগঠনের দফতর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশাকে সভাপতি হিসেবে মনোনিত করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন ম্যানচেষ্টার যুবদলের সভাপতি এডভোকেট চাঁন মিয়া, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন জনি, ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি জালাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাফায়েত কবির পারভেজ, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, বার্মিংহাম যুবদলের সভাপতি গোলজার আহমদ ফয়ছল, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্রার্ডফোর্ড যুবদলের আহবায়ক শাহ তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহেুল মিয়া, নর্থ ওয়েষ্ট যুবদলের সভাপতি মো: শহিদ মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শরিফ আহমদ, ওল্ডহ্যাম যুবদলের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম চৌধুরী রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রুমেল, রচডেল যুবদলের সভাপতি সৈয়দ আলী আহমদ, সাধারণ সম্পাদক সদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, কভেন্ট্রি যুবদলের সভাপতি মেহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কভেন্ট্রি সিটি যুবদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ওয়েলস যুবদলের সভাপতি মো: জিল্লুর চৌধুরী, সাধারন সম্পাদক জোবায়ের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, সোয়ানসি যুবদলের সভাপতি মো: জয়নাল মিয়া খুরেশী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাসেক্স যুবদলের সভাপতি বখতিয়ার খাঁন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আতর আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নিউপোর্ট যুবদলের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সামুয়েল ইসলাম বদরুল।
Posted ০২:৪৩ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin