চট্টগ্রাম: বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে বিদেশী পাসপোর্টধারী দুর্নীতিবাজ মন্ত্রী এবং দুষ্ট প্রকৃতির লোক বলে মন্তব্য করেছেন।
রাঙুনিয়ায় বিএনপি’র ইফতার মাহফিল প্যান্ডেলে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের আগুন ও প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করে তা পণ্ড করে দেয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি ব্যাখ্যায় শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ মন্ত্রী ( ড. হাছান ) নয়টি এনজিও’র মাধ্যমে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার দেয়া জলবায়ু ফান্ডের শত শত কোটি টাকা লুটপাট করে আঙ্গুল ফলে কলাগাছ বনে গেছেন। তার দুর্নীতি ও চাঁদাবাজির কাহিনী সঠিকভাবে অবগত করা গেলে দেশবাসী স্তম্ভিত হয়ে যাবে।”
তিনি বলেন, “হাছান মাহমুদ নিজেকে নেত্রীর আস্থাভাজন হিসেবে তাকে সন্তুষ্ট করার জন্য সব সময় বেগম জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিষোদগার করে বক্তব্য রাখেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হবার প্রতিযোগিতায় সফল হলেও তিনি (হাছান) যে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তা টের পাচ্ছেন না।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদার বলেন, “ড. হাছান মাহমুদের নির্দেশে ও তার সহকারী রাশেদের নেতৃত্বে বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেল ও আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।” এসময় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ২০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তালুকদার গত বৃহস্পতিবার রাতে হামলার বিবরণ তুলে ধরে বলেন, “পবিত্র রমজান মাসে এ ধরনের ন্যাক্কারজনক হামলায় উপজেলা ও পুলিশ প্রশাসনের মদদ ছিল। আগুন দেয়ার সময় পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হতো। এ ঘটনার পর হরতাল সহ কঠোর কর্মসূচি দেয়ার জন্য নেতা কর্মীদের চাপ রয়েছে। কিন্তু পবিত্র রমজান মাস হওয়ায় আমরা হরতালের সিদ্ধান্ত বাতিল করেছি।”
তিনি বলেন, “সন্ত্রাসদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত, সহ সভাপতি ও রাউজান বিএনপির সভাপতি হাছান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির নেতা এমদাদুল ইসলাম, শওকত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related