| সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
সামসুজ্জামান লিটু, গ্লোষ্টার : গত ১৭ই নভেম্বর রবিবার বিকেল ৪ গ্লোষ্টারসায়ারের ব্রিস্টল রোডস্থ বাবুর্চি রেস্তুরা গ্লোষ্টারসায়ার এবং উসটারসায়ার বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া সভা অনুষ্টিত হয় ।
প্রবীন নেতা মধু মিয়ার সভাপতিত্বে এবং সামসুজ্জামান লিটু পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট বেব্সায়ী, অন্নতম সদস্য গ্লোষ্টারসায়ার উসটারসায়ার বিনপি রাজা মিয়া, যুগ্ন আহব্বায়ক আজিজুল ইসলাম দারা, আব্দুল রশিদ, সুয়াব আলী, আকরম মিয়া, শামস আলম, আলী হুসাইন, চান্দ আলী, জামাল উদ্দিন , অনুয়ার মিয়া, কামাল হুসাইন, নুনু মিয়া, এবং সফিক নুর প্রমুখ।
এতদিন সরকার যে অপপ্রচার করেছিল আমাদের দেশের প্রাণপুরুষ তারেক রহমান এর বিরুদ্দে তার আজ অবসান ঘটল আজ রায়ের মাদ্যমে। এই সরকার যে ভাবে ক্ষমতার অপবেবহার করেছে বাংলাদেশের জনগণ জবাব দিবে বেলেট এর মাধমে এবং উদ্দার করবে গণতন্ত্র।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় হয়রানি গ্লোষ্টারসায়ার, উসটারসায়ার বিএনপির নেতৃবৃন্দ উদ্বিগ্ন এবং এ ধরনের কার্যকলাপ কে তীব্র নিন্দা জানান।
বর্তমান সরকার জানেন তারেক রহমান বাংলাদেশে আগমন করলে দেশের জনগণ উনার্র পাশে এসে দাড়াবে এবং জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হবে অবৈধ সেনা সমর্থিত সরকার।
নেতৃবৃন্দরা বলেন, দেশনায়ক তারেক রহমান এর ভাবমূর্তি নষ্ট করার জন্য বর্তমান সরকার সীমাহীন অপপ্রচারের পাশাপাশি বেশকিছু মিথ্যা মামলা দিয়েছে। এসব মামলার একটিতেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে বিবৃতিতে দাবি করা হয়। এ ধরনের ষড়যন্ত্র থেকে বাকশালি ইসলাম বিরুদী সরকারকে সরে আসারও আহ্বান জানান নেত্রিব্রেন্দ।
Posted ০২:৩৬ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin