| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
২০ মার্চ : তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিল করেছেন ঢাকা জেলা ও দায়রা জজ। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত মাহমুদাকে আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন আগুনে পুড়ে মারা যান। আহত হন ১০৪ শ্রমিক। অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম মামলা করেন।
Posted ১১:১৬ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin