নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
১২ দলীয় জোটের নেতারা বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশি-বিদেশি প্রচণ্ড চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই সরকার নির্বাচন পেছাবে। কারণ এই নির্বাচন মূলত তাদের ভোটের উদ্দেশ্যে নয়। আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙা রাখার নির্বাচন।
আজ (রোববার) দুপুরে ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তরা এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাব থেকে মিছিল শুরু করেন ১২ দলীয় জোটের নেতারা। মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয় নগর গিয়ে শেষ হয়।
জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে, আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভুয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
সেলিম আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। আন্তর্জাতিক মহলের চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক মো ইলিয়াস রেজা প্রমুখ।
Posted ০৯:০৬ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain