| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
জাহিদ প্রেসিডেন্ট রিবেল সেক্রেটারি : বিওজেএ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
শুক্রবার সকালে রাজধানীর নিকুঞ্জে বিওজেএ‘র কার্যালয়ে আয়োজিত এক সাধারন সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নিউজএজেন্সিটোয়েন্টিফোর ডট কমের জাহিদ ইকবালকে প্রেসিডেন্ট, বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর ডট কমের রিবেল মনোয়ারকে সেক্রেটারী জেনারেল মনোনীত করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মো: মনজুর হোসেন ঈসা (ফাস্ট নিউজ),আবদুল্লাহ আল মুরাদ(বেঙ্গলিনিউজ-ইংলিশ), আতিকুল ইসলাম (আজকেরবাণীডটকম),মুহাম্মদ শহীদুল্লাহ (ইসলামিক রেডিও), সীমান্ত আরিফ (বেঙ্গলিনিউজটোয়েন্টিারডটকম),হাফিজুর রহমান(মতপ্রকাশডটকম),মো: তারেকউজ্জামান খান (উত্তরানিউজটোয়েন্টিফোরডটকম),জিসাদ ইকবাল(বাপসনিউজএজেন্সি)।
এছাড়া সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারী রাহুল রাজ (মতপ্রকাশডটকম), ইন্টারন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারী ইসমাইল সিরাজী (টাইমসওয়ার্ল্ডটোয়েন্টিফোর ডট কম), কান্ট্রি অর্গানাইজিং সেক্রেটারী এম. ইব্রাহীম সরকার (ফোকাস বাংলা নিউজ)।
জয়েন্ট সেক্রেটারী এম শাহজাহান (খাসখবরডটকম),মনির হোসেন জীবন (বাসস), সোহেল রেজা (বিবিএন টিভি),মো: দেলোয়ার হোসেন( বাংলার চোখ), আতাহার হোসেন সুজন (ক্রাইমসার্চ) ।
কমিউনিকেসন্স সেক্রেটারী আরাফাত মাহমুদ (লাইভপ্রেস টোয়েন্টিফোর ডট কম),ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী সাদিকুর রহমান(ডিনিউজবিডিডটকম),ফাইনান্স সেক্রেটারী আহমেদ আনোয়ার জাহিদ(হলিউডবাংলানিউজ),ইয়ুথ এনগেজমেন্ট সেক্রেটারী জাহিদ ফয়সাল (কিশোরবার্তা), ।
কমিটিতে অন্যান্যের মধ্যে বিভিন্ন পদে রয়েছেন,আসরারুর হক মাহমুদ রুমি(বাংলাদেশ প্রেসডটকম),মরিয়ম চম্পা (সংবাদপ্রতিক্ষণ), দীপা ঘোষ(বাংলামেইলটোয়েন্টিফোর.কম),আবু জাফর(সাতকাহনডটকম),নিশাদ আহমেদ(প্রিমিয়ারনিউজটোয়েন্টিফোরডটকম),ওয়াজেদ হিরা(সংবাদ টোয়েন্টিফোর ডটনেট), শাহরিয়ার শামস তমাল ( রেডিও বেস্টওয়ে), আমিনুল ইসলাম বজলু (বেষ্টনিউজ), আকবর হোসেন (ফাষ্টনিউজবিডিডটকম), মো: জুয়েল (ই নিউজ), শাহীন মোড়ল (সিলেটের আলাপ),আব্দুল মতিন(মুক্তমনডটকম), রাসেল সরকার (সময়সংবাদবিডিডটকম), মামুনূর রশীদ (বেঙ্গলিনিউজটোয়েন্টিফোরডটকম), ওয়াইজ উদ্দিন আহমেদ সান্টু (ফাষ্টনিউজ),আহমেদ জালাল (নতুনখবর),মিথুন রায়(বিজয়বার্তাটোয়েন্টিফোরডটকম), সাখাওয়াত হোসেন ডলার ( টুডে বাংলাদেশ.কম), হাবিবুর রহমান(এবি নিউজ)মহিউদ্দিন সোহেল(শেরপুর টাইমস), আজাদ সোহাগ (নিউজএজেন্সিটোয়েন্টিফোরডটকম),মুরাদ মাহমুদ (উত্তরবাংলাডটকম),সঞ্জিব কর্মকার (ইউনাইটেড নিউজ),সুমন সরকার (এফএনএস),খলিল উদ্দিন ফরিদ( এনসিওর নিউজ), ফারহান হোসেন ( আমাদের সময় ডটকম), সৈয়দ ইফতেখার আলম (অধিকরন ডট কম) ,এম আহাদ শাহীন (আমাদের সময় ডট কম),আরিফ ইসলাম (অল টাইম নিউজ), রেজাউল ইসলাম (বেঙ্গলিনিউজটোয়েন্টিফোরডটকম), (সুমন কায়সার(প্রিয়দেশডটনেট), চন্দন কুমার রায় (স্টারনিউজ বিডি ডটকম),এমদাদুল হক(ডিবার্তাডটকম),সানিল হোসেন ফরহাদ(টাইমসটোয়েন্টিফোরডটনেট),নূরুল আমিন(ডেনাইটসংবাদডটকম),মোস্তফা খান(আলোকিতখবরডটকম),আলমগীর হোসেন(বাংলাদেশখবরডটকম),তানবির হায়দার(বাংলাসংবাদ),নুর আলম সিদ্দিকী মানু(সিএনএসবাংলাটোয়েন্টিফোর),রফিকুল ইসলাম(যুবকন্ঠডটকম),মো: নাহিদ(প্রধাননিউজডটকম),ইঞ্জিঃ মোঃ আবু ইউসুফ পাটোয়ারী(গার্ডিয়ান বিডি নিউজ),আবদুল মজিদ(মুক্তিদূত অনলাইন),সাকের আহমেদ সাগর(সরেজমিনবার্তাডটকম),সাইফুল আরিফ জুয়েল(সময়সংলাপডটকম),ইমতিয়াজ খান(ডেইরীহবিগঞ্জডটকম), মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল (বাংলানিউজ/ঢাকা বিভাগ), ওসমান হারুন (অনলাইনবার্তাডটকম/চট্রগ্রাম বিভাগ), অধ্যাপক একেএম নজরুল ইসলাম(নাটোরবার্তাডটকম/রাজশাহী বিভাগ), আনিসুর রহমান লাডলা (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রংপুর বিভাগ),রুবায়েতুল ইসলাম রুবেল (খুলনা নিউজ/খুলনা বিভাগ), মামুনূর রশীদ নোমানী (বরিশাল খবর/বরিশাল বিভাগ), সিব্বির আহমদ ওসমানী ( আমার বাংলা/ সিলেট বিভাগ), এম আমজাদ চৌধুরী রুনু (প্রবাসীটাইমসডটকম /বর্হিবিশ্ব), রিয়াজ হোসেন(নিউজ এজেন্সি/ইটালী), অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন (ইউকে নিউজ, লন্ডন),হাকিকুল ইসলাম খোকন(এনজেবিডিনিউজ/যুক্তরাষ্ট্র)প্রমুখ।
Posted ১০:২১ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin