সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ঢাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঢাকা : সিলেট বিভাগীয় গণসমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। তার ডাকে সাড়া দিয়ে বিএনপির গণসমাবেশে অংশ নিচ্ছে মানুষ। কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনতা সমাবেশে যোগ দিয়ে সরকার পতনের দাবি জানাচ্ছে। সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ দেখে সরকারের মন্ত্রীরা সব উন্মাদ হয়ে গেছে। আজও প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে।’

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই উন্নয়নের বদলে দুর্নীতি আর লুটপাটের উৎসব চলছে। প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো বলে বেড়াচ্ছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। তিনি জাপানের রাষ্ট্রদূতের মুখে আগের রাতের ভোটের কথা শুনতে পান না। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র নেই। বিশ্বের স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠিয়েও তারা ধারাবাহিকভাবে মিথ্যাচারিতা করে যাচ্ছেন। সরকারের মন্ত্রী-এমপিরা এসব দেখে লজ্জিত না হলেও দেশের মানুষ লজ্জা পায়।

মিছিলে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লব, আবদুস সাত্তার পাটোয়ারী, যুবদলের দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, দক্ষিণের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদ, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া, নাসির উদ্দিন নাসির, ছাত্রনেতা মাসুদুর রহমান, আব্দুল হান্নান মজুমদার, সোহেল রানা, বায়েজিদ হোসেন, হাফিজ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:২৪ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(870 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com