| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই সমাধান’ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, “ড. কামাল হোসেন কি জেনে শুনেই জ্ঞানপাপীর মতো কথা বলছেন?”
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যলয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, “গতকাল(বুধবার) ড. কামাল বললেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল খাতে সাফল্য অর্জন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন কেন শেখ হাসিনা পদত্যাগ করবেন?”
তিনি বলেন, “জনগণের ক্ষমতা পাঁচ বছরের জন্য শেখ হাসিনার ওপর অর্পিত আছে। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ আছে। ৫৭-৩ ধারা অনুযায়ী একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।”
নাসিম বলেন, “ড. কামাল ভালো কথার আড়ালে অসাংবিধানিক শক্তির উদ্ভব চান। ১/১১ সরকার ৩ মাসের মেয়াদ অতিক্রম করে অনির্দিষ্টকাল চলতে পারে বলে ড. কামাল হোসেন বলেছিলেন। শেখ হাসিনাকে মাইনাস করার জন্য যারা মাঠে নিয়জিত ছিলেন তাদের মধ্যে ড. কামাল অন্যতম।”
কোনো চক্রান্ত করে নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে, তফসিল ঘোষিত হয়েছে। বিএনপি-জামাতের পাশাপাশি তথাকথিত সুশীল সমাজ বিশিষ্ট সংবধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে অশুভ তৎপরতা শুরু করেছে।”
Posted ২১:২৭ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin