| বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
তিনি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই নগরবাসীর কাছে যখন সহযোগিতা চেয়েছি, তখনই তারা সেই সহযোগিতা করেছে। আশা করি মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নাগরিকরা সহযোগিতা করবেন।
বেনজীর আহমেদ বলেন, ডিএমপি পুলিশি কর্মকাণ্ডের বাইরেও অনেক জনসচেতনতামূলক কাজ করে থাকে। ধূমপান ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। রাজধানীতে ফেনসিডিলের আখড়া নেই। ইয়াবা মায়ানমারে উৎপাদিত হলেও সেখানকার অধিবাসীরা তা সেবন করে না। ফেনসিডিল সীমান্তবর্তী ভারতের কারখানায় উৎপাদিত হলেও তারা তা সেবন করে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্যাট সভাপতি আলী নিয়ামত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. আলতাফ মাহমুদ, অতিরিক্ত. কমিশনার আবদুল জলিল মন্ডল, আবদুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান ও ইব্রাহীম ফাতেমী। ক্যাট এর পক্ষে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য (এমপি) আশরাফ উদ্দিন খান ইমু, সিরাজুম মুনির, কামরুজ্জামান জিয়া প্রমুখ।
Posted ১১:৫৮ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin