শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি ওয়ার্নারের

  |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি ওয়ার্নারের

স্কোরটা দেখে ধন্দ কাটাতেই কিছুটা সময় লাগল। টি-টোয়েন্টিটা আসলে হচ্ছে কোথায়, তাসমান সাগরের এপারে না ওপারে? ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৬৬! না, সিডনিতে টেস্টই হচ্ছে। কিন্তু উইকেটে যখন ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান, তখন এসব নিয়ে ভাবনার সময় কোথায়! টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছেন ওয়ার্নার।

টেস্টে দ্রুততম ফিফটির রেকর্ড যাঁর, তিনি খুব কাছ থেকেই আজ ওয়ার্নার-ঝড় দেখলেন। মিসবাহ-উল-হকের ২১ বলে করা সে ফিফটিটি অস্ট্রেলিয়ার বিপক্ষেই। আজ মিসবাহর একটা সিদ্ধান্তের কারণেই দর্শকের সুযোগ হলো ওয়ার্নারের ঝড় দেখার। ইনিংসের চতুর্থ ওভারেই বল দেওয়া হলো ইয়াসির শাহকে। চতুর্থ দিনের উইকেটের সুবিধা নিতে লেগ স্পিনারকে বল দেওয়ার সিদ্ধান্ত। মনে মনে ধন্যবাদ দিয়েছেন কি না জানা নেই, তবে ব্যাটিংয়ে মনোভাব বোঝাতে দেরি করেননি অস্ট্রেলীয় ওপেনার। প্রথম ৯ বলে ৬ রান করেছিলেন, সেটা ১০ বলেই হয়ে গেল ১২। প্রথম বলটাতেই স্লগ সুইপ, এত জোরালো শট মাঠের এপাশে পড়ার কোনো সম্ভাবনাই নেই। পরের বলটাও ছক্কা, এবার মিড অন দিয়ে। পরের দুই বলে আবারও দুই চার।

ইয়াসির পরের ওভারটি করলেন অষ্টম ওভারে। প্রথম বলে উসমান খাজা ১ রান নিলেন। দ্বিতীয় বলটাকে ওড়ালেন মিড অফ দিয়ে, ছক্কা। ফিফটিটাও এল ওই শটে, মাত্র ২৩ বলে। এর আগের ওভারেই ইমরান খানকে টানা ৪ বলে মারা চারগুলোও যেন মনে থাকল না সে শটের পর। তখন হিসাব চলছে, টেস্টের প্রথম দিনেই যে কীর্তি করেছিলেন, সেটা আবারও করতে পারবেন কি না। যেভাবে খেলছিলেন মধ্যাহ্ন বিরতির আগেই সেঞ্চুরি আজও হয়ে যেতে পারত। কিন্তু ওয়াহাব রিয়াজের একটা লেংথ বলে জায়গা করে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। ২৭ বলে ৫৫ করে থামলেন ওয়ার্নার।

শেষ হলো ৫২ বলে ৭১ রানের উদ্বোধনী জুটিও। অন্যপ্রান্তে থাকা উসমান খাজার রান তখন ২৬ বলে ১৩! নিয়মিত ওপেনার ম্যাট রেনশ নামতে না পারায় নেমেছেন খাজা।

এর আগে পাকিস্তান তিন শ পেরিয়েছে ইউনিস খানের সৌজন্যে। ২৭১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ আরও ৪৪ রান যোগ করেছে। এর ৩৯ রানই ইউনিসের। অন্যপ্রান্তে সঙ্গীহারা হয়ে ১৭৫ রানে অপরাজিত ছিলেন ইউনিস।

ওয়ার্নার আউট হওয়ার পর স্বাভাবিকতা (!) ফিরেছে অস্ট্রেলিয়া ইনিংসে। ১৫.৫ ওভারে ১০০ ছোঁয়া অস্ট্রেলিয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১০৭ রান করেছে। স্বাগতিক দলের লিড এখন ৩৩০ রানের। সিডনি টেস্ট বাঁচাতে পাকিস্তানকে অসম্ভব কিছু করতে হবে এখন। অবশ্য আজ চতুর্থ দিনের খেলা চলছে। বৃষ্টির বাধা ছিল আজও।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:২৬ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com