নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
সব বিষয়ের উত্তম সমাধান রয়েছে ইসলামে। জোড়া লাগানো মেয়েদের বিয়ের ব্যাপারেও যথাযথ নির্দেশনা দিয়েছে ইসলামি শরিয়ত। জোড়া লাগানো দুই মেয়ের যদি পূর্ণ শরীর আলাদা হয়, তাহলে তারা উভয়ে আপন দুই বোন। দুই বোনকে একসঙ্গে বিয়ে করা ইসলামে জায়েজ নেই। আল্লাহ তাআলা এটি হারাম করে দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন- وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ অর্থাৎ ‘তোমাদের জন্য দুই বোনকে একসাথে বিবাহে রাখা হারাম করা হয়েছে।’ (সুরা নিসা: ২৩)
উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বললাম, হে আল্লাহর রাসুল! আপনি আমার বোন আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করুন। নবী (স.) বললেন, তুমি কি এটা পছন্দ কর? তিনি উত্তর করলেন, হ্যাঁ, এখন তো আমি আপনার একক স্ত্রী নই এবং আমি চাই যে আমার বোনও আমার সঙ্গে উত্তম কাজে অংশীদার হোক। তখন নবী (স.) উত্তর দিলেন, এটা আমার জন্য হালাল নয়। আমি বললাম, আমরা শুনতে পেলাম, আপনি নাকি আবু সালামাহর মেয়েকে বিয়ে করতে চান। তিনি বললেন, তুমি বলতে চাচ্ছ যে, আমি উম্মু সালামাহর মেয়েকে বিয়ে করতে চাই। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, যদি সে আমার প্রতিপালিতা কন্যা না হত, তাহলেও তাকে বিয়ে করা হালাল হত না। কেননা, সে দুধ সম্পর্কের দিক দিয়ে আমার ভাতিজি। কেননা, আমাকে এবং আবু সালামাহকে সুওয়াইবা দুধ পান করিয়েছেন। সুতরাং, তোমরা তোমাদের কন্যা ও বোনদেরকে বিয়ের জন্য পেশ করো না। (সহিহ বুখারি: ৫১০১)
সুতরাং কোনো এক পুরুষ একসঙ্গে দুই বোনকে বিয়ে করতে পারবে না। আবার ভিন্ন ব্যক্তিও জোড়া লাগানো ওই দুই বোনকে বিয়ে করতে পারবে না। কেননা যদি কেউ এক বোনকে বিয়ে করে তাহলে ওই ব্যক্তির জন্য অপর বোনের সঙ্গে পর্দা করা ফরজ। মাথা জোড়া লাগানো থাকার কারণে সে তার সাথে পর্দা করতে পারবে না। পাশাপাশি তার স্ত্রীর সাথে সে অন্তরঙ্গ মুহূর্তও কাটাতে পারবে না।
তাই এ বিষয়ে মুফতিয়ে কেরামের বক্তব্য হলো- অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা ছাড়া কারো কাছে তাদের বিয়ে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিয়ের মাসায়েলসহ শরিয়তের সকল নির্দেশনা জানার ও পুরোপুরি মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
Posted ০৮:০১ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain