| রবিবার, ২৯ মে ২০১১ | প্রিন্ট
যৌবনে তুমায় বুঝতে পেরিছি,
পেয়েছি দেশ সেবার অনুপ্রেরনা।
তুমি বাকশাল থেখে দিয়েছ,
দিয়েছ গনতন্র।
নাস্তিক থেকে করেছ র্ধামিক,
দিয়েছ পরিচয় আমি বাংলাদেশি, আমি র্গবিত।
ঘোষনা দিয়ে যুদ্দ করেছ, মুক্ত করেছ দেশ,
আজ আমরা পেয়েছি সবুজ শ্যামল বাংলাদেশ।
তুমি মরে গিয়েও বেচে আছ আমার অন্তরে, তাকবে চিরদিন,
আমি যে তুমারী সৈনিক, তুমার দ্বারায় দেশ গরব এই আমার অঙ্গিকার।
দুয়া করি আল্লাহ তুমায় বেহেস্ত দান করুক। আমিন…………।
বি:দ্র:-এই কবিতাটি রচনা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়ারল্যান্ড শাখার সম্মানীত আহবায়ক জনাব হামিদুল নাসির।
Posted ১২:৪১ | রবিবার, ২৯ মে ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin