| সোমবার, ৩১ মার্চ ২০১৪ | প্রিন্ট
পঞ্চম দফা উপজেলা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফার মতো অনিয়মের পুনরাবৃত্তি হয়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ব্রতী’। ভোট গ্রহণ শেষে গতকাল সন্ধ্যায় সংস্থাটির পাঠানো প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও প্রার্থীদের বর্জনের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। চুয়াডাঙ্গা, টাঙ্গাইল ও নরসিংদীর ৮টি উপজেলায় ৭১ জন পর্যবেক্ষকের পর্যবেক্ষণ প্রতবেদনে বলা হয়, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকলেও তারা এন্টেদেরকে বের করে দেয়া এবং জালভোট ঠেকাতে পারেনি।
রাজনৈতিক দলের প্রভাবের কাছে নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। ফলে কেন্দ্র দখল ও জালভোটের হার বেড়েছে। প্রতিবেদন অনুসারে পর্যবেক্ষণ করা আট উপজেলায় ৫২-৫৭ ভাগ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়।
Posted ১৮:২৯ | সোমবার, ৩১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin