| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশে ইসলামী রাজনীতির বীর সিপাহসালার আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রহ.) এর স্মৃতি বিজড়িত, বিশ্বনাথের প্রাণকেন্দ্রে অবস্থিত বৃহত্তম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া বিশ্বনাথের ষান্মাষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল সম্পন্ন হয়।
শায়খুল হাদীস আল্লামা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও জামেয়ার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
এতে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারী আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের ব্যবস্থাপনায় ও আল আশরাফ এডুকেশন ট্রাস্টের অর্থায়নে কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেন সারা বাংলার আনাচে কানাচে আজ ইসলামী জাগরণের উত্তাল তরঙ্গ সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত। মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বকে সংবিধান থেকে মুছে ফেলার হীন ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য সর্বস্তরের জনতা আজ তাজা খুনের নজরানা পেশ করতে আনন্দ চিত্ত্বে প্রস্তুত রয়েছে। নতুন এই ইসলামী জাগরণের প্রাণপুরুষ হিসেবে হযরত আল্লামা আহমদ শফী সত্যিকারের “মুজাদ্দিদ” এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ঈমানের উত্তাপ সমৃদ্ধ মুসলমানদেরকে উম্মাহর এই দুর্দিনে সব কিছু নিয়ে ইসলামী অস্তিত্ব রক্ষার যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। দেশ জাতি ও এলাকার মুক্তি ও কল্যানের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে জলসার পরিসমাপ্তি হয়।
Posted ২৩:১০ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin