| বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
১০ এপ্রিল: তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ এ আদেশ দেন। ৮ এপ্রিল আসামি পক্ষের আইনজীবী এ টি এম গোলাম গাউছের জামিন আবদন করেন।
এর আগে ৩ এপ্রিল মাহমুদা আক্তার মিতা আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার ৩ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মার্চ ঢাকা জেলা জজ আব্দুল মজিদ তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদার আক্তার মিতার জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নিদেশ দেন। এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক পুড়ে মারা যান এবং ১০৪ শ্রমিক আহত হন। পরদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ২ জানুয়ারি সিআইডি এ মামলার তদন্ত শুরু করে।
গত বছর ২২ ডিসেম্বর এই ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
Posted ১৪:১৭ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin