| শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। গতকাল শুক্রবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় আবদুস সালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক, বিভিন্ন থানা সভাপতি-সাধারণ সম্পাদক ও সাবেক কয়েকজন ওয়ার্ড কমিশনারসহ দলের নেতাকর্মীরা।
রাজধানীর রমনা ও শাহবাগ থানার পৃথক চার মামলায় গত ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে আবদুস সালামকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে হাইকোর্টে জামিন পান তিনি।
Posted ১২:৫৮ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin