| বুধবার, ২৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৬ মার্চ : রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, লিফলেট ও বইপত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, দুপুর ১টার দিকে জামায়াত কার্যালয়ের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে তারা দেখতে পায় ট্রাকে কিছু জিনিসপত্র তোলা হচ্ছে। তখন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কিছু লিফলেট, ব্যানার ইত্যাদি পাওয়া যায়।
তিনি জানান, এরপর জামায়াতের মহানগর কার্যালয়ে ঢোকে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আরও লিফলেট, উগ্রপন্থী বই, ব্যানার, একটি বোমাসদৃশ বস্তু এবং কিছু সার্কিট পাওয়া যায়। এই সার্কিটগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হতো বলে পুলিশের ধারণা। তবে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি প্রকৃতপক্ষে বোমা নয়।
ওসি জানান, লিফলেটগুলোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সরকারবিরোধী উস্কানিমূলক নানা বক্তব্য ছিল। কিছু লিফলেটে যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের মুক্তির দাবিও জানানো হয়েছে। ব্যানারগুলো তাদের বিভিন্ন কর্মসূচির।
পুলিশের অভিযানের সময় কয়েকজন কর্মচারী ছাড়া কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
Posted ১৩:৩৩ | বুধবার, ২৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin